প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১১:২৯
পবিত্র শবেবরাত ও হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান,
পবিত্র শবেবরাত ও ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের দোলযাত্রা উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর আজ (৩১)সকাল থেকে বন্দরে আমদানি রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বলেন, হিন্দু ধর্মাবলম্বদের দোলযাত্রা ও পবিত্র শবেবরাত এর সরকারি ছুটি কাটিয়ে আজ থেক বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম পূর্বের অবস্থায় চালু হয়েছে।