প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ২১:২৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
রাজধানীর তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাময়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন আসিফুর রহমান আসিফ (২৬) ও পিয়াস শেখ (২৮)। সোমবার (২৯ মার্চ) তেজগাঁও থানাধীন তেজতুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও জোনাল টিম। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি, ৪টি মোবাইল ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।