প্রকাশ: ৩০ মার্চ ২০২১, ১২:৩০
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবদল ইফতেখার হোসেন পপেল ও মোস্তাক আহমেদ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ সোমবার দুপুরে গ্রেফতরকৃত ২ যুবদল নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
এরআগে গভীর রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতর করা হয়। গ্রেফতরকৃতরা হলেন সুন্দরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল ও সদস্য সচিব মোস্তাক আহমেদ।
এসআই সেলিম রেজা বলেন, মামলার প্রধান আসামী পপেল ও অন্যতম আসামী মোস্তাক আহমেদকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণকালে (সকাল ৯ টায়) যুবদলের ২ গ্রুপের সংঘর্ষে বাঁধা দিতে গেলে পুলিশের উপর হামলা করে।
এতে থানার এসআই জাহাঙ্গীর আলমসহ আরও ২ কনস্টেবল আহত হন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৩৫ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ২০/৩০ জনকে আসামী করে একটি মামলা করেন এসআই জাহাঙ্গীর আলম।