প্রকাশ: ২৬ মার্চ ২০২১, ১২:১৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দময় পরিবেশে মহান স্বাধীনতা ৫০ বছর ও জাতীয় দিবস ২০২১ উদযাপন করা হয়েছে। শুক্রবার ২৬ মার্চ প্রত্যুষে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনটির শুরু হয় , সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ভবন, বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৮ টায় বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, সংসদ সদস্যের পক্ষে উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা, সরকারি হিজলা কলেজ,সরকারি সংহতি মাধ্যমিক বিদ্যালয়, বি এল বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্বল্প পরিসরে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মরনীতে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, হিজলা থানা অফিসার ইনচার্জ(ওসি) অসীম কুমার সিকদার, সরকারি হিজলা কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আব্দুল মাজেদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।