প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৯:৩৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে হঠাৎ বিস্ফোরেণের ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কীসের বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
বুধবার বিকাল চারটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেম মিয়ার ছেলে বোরহান উদ্দিনের বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণে নিহতরা হলেন, বাড়ির মালিক বোরহান উদ্দিন (৩৬) ও একই গ্রামের মৃত কবির মিয়ার ছেলে অহেদুল মিয়া (৪০)। আরেকজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঢাকা টাইমসকে জানান, বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। তবে কী বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।