প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ২১:১০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকায় সোমবার রাতে কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে । মঙ্গলবার সকালে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয় এক ব্যক্তি কবর খোঁড়া দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে ৭টি কঙ্কাল চুরি করে। কৌত‚হলবশত তিনি কবরের কাছে গিয়ে দেখতে পান কবরগুলোতে কোনো কঙ্কাল নেই। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী কবরস্থানের সামনে জড়ো হতে থাকে। এলাকাবাসী বিষয়টি কালিয়াকৈর থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
আশাপুর কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ জানান, সোমবার কোন এক সময় রাতে দুর্বৃত্তরা কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে