প্রকাশ: ১৫ মার্চ ২০২১, ১৯:২
হাতিয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষে শপথ করি-প্লাস্টিক দূষণ রোধ করি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী জেলার হাতিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে দীর্ঘক্ষণ আলোচনা করেন।