প্রকাশ: ১১ জানুয়ারি ২০২১, ১৭:৭
মুক্তিযুদ্ধে নির্যাতনের কালের সাক্ষী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহমদনগর গণহত্যায় নিহত শহিদদের স্মৃতি রক্ষার্থে গণকবর সংরক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এ কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।