প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৩
আশাশুনিতে বাস্তবায়িত বারিড পাইপের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম পরিদর্শন করেন গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আলমগীর বিশ্বাস, ডেপুটি পরিচালক তৌহিদীন ভূইয়া, প্রকল্পের জেলা প্রকৌশলী, হারুর-অর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল গনি, বুধহাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল ইসলাম, খাজরা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার আরিফুল ইসলাম ও কুল্যা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার সুকদেব কুমার সাধু। উল্লেখ্য, আশাশুনি উপজেলায় কৃষি সেক্টরকে উন্নত এবং কৃষকদের ব্যয় ও পানি সেচ খরচ কমিয়ে আনতে গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বারিড পাইপের ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এরই আওতায় বুধহাটা ইউনিয়নের ৫নং বুধহাটা ব্লকের ৫নং ওয়ার্ডের শ্বেতপুর গ্রামের মহাদেব ঘোষের ক্ষেতে ব্যবহারের জন্য প্রদত্ত বারিড পাইপের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। কর্মকর্তাবৃন্দ কার্যক্রমের সার্বিক দিক সম্পর্কে খোজখবর নেন এবং সংশ্লিষ্ট কৃষক ও পার্শ্ববর্তী কৃষকদের সাথে বিষয়টি সম্পর্কে মতবিনিময় করেন। সাথে সাথে বারিড পাইপের ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করা হয়।