নির্বাচনে প্রার্থী হওয়ায় ভূরুঙ্গামারীতে বহিষ্কার বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ১৫ই মে ২০২৪ ০৭:৫৯ অপরাহ্ন
নির্বাচনে প্রার্থী হওয়ায় ভূরুঙ্গামারীতে বহিষ্কার বিএনপি নেতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করার অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারকে বহিস্কার করা হয়েছে। 


বুধবার (১৫ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং-বিএনপি/বহিস্কার ৭৭/১৬১/২০২৪) জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ফরিদুল হক শাহীন শিকদারকে বহিস্কার করা হয়।


এছাড়া গত ১৩ মে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব স্বাক্ষরিত অপর এক পত্রে ফরিদুল হক শাহীন শিকদারকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার না করায় কেন তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। ওই নোটিশের জবাব দিতে ৪৮ ঘন্টার সময় দেয়া হয়েছিল।