ঈদে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন
ঈদে লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মচারীরা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে, তবে এর আগে-পরে আরও কয়েকটি সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছুটির ফাঁদে পড়ছে দেশ।  


চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এ অনুযায়ী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি, আগের দুই দিন এবং পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।  


তবে নির্ধারিত ছুটির আগে ও পরে রয়েছে আরও কয়েকটি ছুটি। ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি, ২৮ মার্চ শুক্রবার ও শবে কদরের ছুটি, ফলে টানা তিন দিন সরকারি দপ্তর বন্ধ থাকবে। ২৭ মার্চ শুধু একদিন অফিস খোলা থাকবে।  


এছাড়া ঈদের ছুটির পর ৩ এপ্রিল বুধবার সরকারি দপ্তর খোলার কথা থাকলেও ৪ এপ্রিল শুক্রবার হওয়ায় আবারও বন্ধ থাকবে অফিস। সব মিলিয়ে ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস চালু থাকবে।  


দীর্ঘ ছুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ট্রেন, লঞ্চ ও বাসের টিকিটের চাহিদা বেড়েছে। বিশেষ করে লম্বা ছুটির কারণে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা আগেভাগেই ছুটির পরিকল্পনা করছেন।  


টানা ছুটি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির হলেও উৎপাদনশীল খাত ও জরুরি পরিষেবার ক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, টানা ছুটি অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা আনতে পারে।  


এদিকে, ব্যবসায়ীরা বলছেন, ছুটির কারণে বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মজুদ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিতে পারে।  


যদিও সরকার বলছে, দীর্ঘ ছুটির কারণে নাগরিকদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং এবং জরুরি পরিষেবাগুলো চালু রাখার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে।