পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বাজারে এক ব্যবসায়ীর মোবাইল শপে চুরির ঘটনা কেন্দ্র করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে কালিশুরী বাজারের প্রধান সড়কে ৪ শতাধিক ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র-যুবকসহ এলাকার মানুষ একত্রিত হয়ে মানববন্ধনে অংশ নেন। এই মানববন্ধনে বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এনায়েত তালুকদারের মালিকানাধীন "তালুকদার মোবাইল শপ" নামের পাইকারি মোবাইল দোকানে গত শনিবার (১৫ মার্চ) ভোর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে প্রবেশ করে এবং প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১২৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি সার্ভিসিংয়ে আসা মোবাইল ফোন এবং তিন দিনের বিক্রির নগদ ২ লাখ ৭১ হাজার টাকা নিয়ে চলে যায়। চুরির ঘটনায় ব্যবসায়ী এনায়েত তালুকদার জানান, বাজারে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তিনি আতঙ্কিত।
মানববন্ধনে বক্তব্য রাখেন কালিশুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা (ধলু), কালিশুরী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়সাল মোল্লা, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি এটিএম সিদ্দিক, ব্যবসায়ী দুলাল হোসেন ও বশির মৃধা। বক্তারা বলেন, একসময় কালিশুরী বাজার পুলিশ ক্যাম্পের আওতায় ছিল, কিন্তু অতীতে ক্যাম্পটি তুলে নেওয়ার পর থেকে নিরাপত্তাহীনতা বেড়ে গেছে এবং চুরি, ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। তারা আরও বলেন, কালিশুরী বাজার বাউফলের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাজার হলেও বর্তমানে তা নিরাপত্তাহীন হয়ে পড়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, "বাজারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ টহল বাড়ানো হবে এবং পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভুক্তভোগীকে মামলা করার জন্য অভিযোগ দিতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে ৩-৪ জনের চেহারা চিহ্নিত করা হয়েছে, তবে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।"
এ পরিস্থিতিতে ব্যবসায়ীরা দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা বলেছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।