বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ক্ষমতায় টিকে থাকার জন্য একটি অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতা স্থায়ী করার জন্য যে স্থিরতা প্রয়োজন, তা এখন নেই। সংস্কারের জন্য একটি বৈধ নির্বাচিত সরকার এবং সংসদ প্রয়োজন। এগুলো ছাড়া সংস্কারের বৈধতা নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মীদের বিভাজন সৃষ্টির প্রচেষ্টা চলছে। কিছু মানুষ বেপরোয়া হয়ে দেশ ও জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। এসব বিভাজন ও উসকানিতে না জড়ানোর জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
গণমাধ্যমের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যম নেতিবাচক বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেয়। ইতিবাচক দিকগুলো তুলে ধরার আহ্বান জানাই।’
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা শেষ হলেই তিনি দেশে ফিরবেন বলে জানান মির্জা ফখরুল।
অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।