রাজবাড়ীর দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপারের তত্ত্বাবধানে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. এমরান মাহমুদ তুহিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মাসুদ রানা এবং এসআই মেহেদী হাসান অপূর্বসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন খাঁন (৫০) এবং রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আরিফুল ইসলাম হেলাল (৩৫)। নৌ পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ড্রেজারটি জব্দ করা হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ ড্রেজারটি বর্তমানে নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।