কালকিনিতে আলোচিত দুই হত্যা মামলায় গ্রেফতার-১০

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
কালকিনিতে আলোচিত দুই হত্যা মামলায় গ্রেফতার-১০

মাদারীপুরের কালকিনিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথক অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।


গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মো. ফয়সাল তালুকদার (৩০), মো. রবিউল তালুকদার (২০), অমিত তালুকদার (২২), সম্রাট তালুকদার (১৯), মাহাবুব আলম মুকুল বেপারী (৪৫), মো. বেলায়েত মৃধা (৪৮) প্রমুখ। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


র‌্যাব এবং পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম সোহেল রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স রাতভর অভিযান চালায়। এ ছাড়া মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ এবং র‌্যাব-১ সিপিএসসি যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা এবং দেশের অন্য স্থানে পলাতক আসামিদের অবস্থান নিশ্চিত করে তাদের গ্রেফতার করা হয়।


কালকিনি থানার ওসি কে.এম সোহেল রানা জানান, ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন নিহতের ঘটনায় থানায় পৃথক দুইটি হত্যা মামলা হয়েছে। মামলা দায়েরের পরপরই পুলিশের পাশাপাশি র‌্যাবও আসামিদের ধরতে অভিযান শুরু করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার দুটি পক্ষের মধ্যে শত্রুতা চলে আসছিল। এই শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আক্রমণে ইউপি সদস্য আক্তার শিকদারসহ তিনজন প্রাণ হারান। হামলার সময় হামলাকারীরা ধারালো অস্ত্র ব্যবহার করে, যা ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত করে।


স্থানীয় প্রশাসন জানায়, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যার সঙ্গে জড়িত অন্যদেরও ধরতে অভিযান অব্যাহত রেখেছে।


এ বিষয়ে কালকিনি থানার ওসি বলেন, “থানায় মামলা দায়ের হওয়ার পরপরই আমাদের পক্ষ থেকে দ্রুত অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা বাকি জড়িতদেরও দ্রুত গ্রেফতার করতে বদ্ধপরিকর।”


ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতদের পরিবার সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।