টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২২শে ডিসেম্বর ২০২৪ ০৫:০২ অপরাহ্ন
টঙ্গি ইজতেমা হামলার প্রতিবাদে হিলিতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমা মাঠে সন্ত্রাসীদের হামলা ও চার জন নিহতের ঘটনায় খুনি ও জড়িতদের বিচার এবং সাদপন্থীদের কার্যকর নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় ওলামা মশায়েখ ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে বাংলাহিলি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। 


বিক্ষোভ মিছিলটি বিভিন্ন প্ল্যাকার্ড এবং ফেস্টুন হাতে নিয়ে হিলি স্থলবন্দর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এটি আবার বাংলাহিলি খাদ্যাগুদামের সামনে এসে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাহিলি আল আজিজিয়া মাদ্রাসার মুহা তামিম মাওলানা শামসুল হুদা খান।


বক্তারা বলেন, "১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমা মাঠে তাবলীগ জামাতের মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং হামলার সাথে জড়িতদের দ্রুত বিচার দাবি করা হয়।" বক্তারা আরও বলেন, সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন যে, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 


এ সময় বক্তব্য রাখেন হিলি আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, মাওলানা তৌফিক এলাহী, মুফতি নুরুল করিম কাসেমী, মাওলানা আবুল হাসান, মাওলানা শায়খুল হাদীস মহিউদ্দিন, মাওলানা শায়খুল হাদীস তৈয়ব, মাওলানা মুফতি খুবায়ইব রাজী, জয়পুরহাটের মাওলানা রুহুল আমিন, মাওলানা বোরহান উদ্দিনসহ অন্যান্য বক্তারা।


তারা আরও বলেন, সাদপন্থীদের কর্মকাণ্ড দেশের জন্য ক্ষতিকর এবং তাদের প্রতি জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া। বক্তারা সন্ত্রাসী হামলার ঘটনার প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। 


এ ঘটনার প্রতিবাদে হিলির জনগণ একাত্ম হয়ে নিজেদের দাবি তুলতে এই বিক্ষোভে অংশ নেয়, এবং তারা আশাবাদী যে তাদের দাবি শিগগিরই বাস্তবায়িত হবে।