পরিচ্ছন্ন উপজেলা গড়তে দৃঢ় প্রত্যয়ী ইউএনও কামাল হোসেন

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: বুধবার ২৭শে নভেম্বর ২০২৪ ১১:০২ পূর্বাহ্ন
পরিচ্ছন্ন উপজেলা গড়তে দৃঢ় প্রত্যয়ী ইউএনও কামাল হোসেন

উত্তর জনপদের মৎস্য ও শস্য ভান্ডার হিসেবে পরিচিত আত্রাই উপজেলা, নওগাঁর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। গত ৩০ অক্টোবর এই উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মো. কামাল হোসেন। যোগদানের পরপরই তিনি সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন এবং একটি পরিচ্ছন্ন, মাদক মুক্ত, বাল্যবিয়ে ও সন্ত্রাসমুক্ত আত্রাই গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।  


তিনি তার মতবিনিময় সভায় বলেন, ‘‘মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব মুক্ত আত্রাই গড়তে হবে, আর এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।’’ এই লক্ষ্য অর্জনের জন্য ইউএনও কামাল হোসেন ‘‘টিম আত্রাই’’ গঠন করেন, যেখানে প্রশাসনিক কর্মকর্তারা, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকরা এবং সর্বস্তরের জনগণ একযোগে কাজ করছেন।  


প্রথমেই, ইউএনও কামাল পরিষদের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেন এবং পরিষদ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করতে উদ্যোগী হন। এরপর তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ‘‘কোথাও কোন ময়লা নেই, এমন একটি আঙিনা চাই’’ স্লোগান দিয়ে স্কুলগুলোকে পরিচ্ছন্ন করতে আহ্বান জানান। এই কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়গুলিতে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয় এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব শিক্ষা দেওয়া হয়।  


অন্যদিকে, উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন ও বাজার এলাকায় জনগণের সঙ্গে মতবিনিময় করে ইউএনও কামাল হোসেন পরিচ্ছন্নতার উপর আলোকপাত করেন। এতে জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক সচেতনতা সৃষ্টি হয় এবং উপজেলা তথা আত্রাইয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়।  


উপজেলা পরিদর্শনকালে আত্রাই উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ‘‘কোথাও কোন ময়লা নেই, এমন একটি আঙিনা চাই’’ লেখা ব্যানার দেখা যায়। বিদ্যালয়ের চারপাশে ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে, যার ফলে বিদ্যালয়টি এখন ময়লা মুক্ত এবং পরিচ্ছন্ন।  


এছাড়াও, আত্রাইয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়। ‘‘সেদিনের শিশু’’ হিসেবে এক শিক্ষার্থীকে মেডেল প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে মনোবল বাড়াতে সহায়তা করছে।  


উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিন বলেন, ‘‘ইউএনও কামাল হোসেন স্যারের উদ্যোগে আমরা পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় ভালো করছে না, বরং তারা জাতীয় ও আন্তর্জাতিক বিষয়েও সচেতন হচ্ছে।’’  


এদিকে, ভরতেঁতুলিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল উদ্দিন জানান, ‘‘ইউএনও স্যারের অনুপ্রেরণায় বিদ্যালয়ের চারপাশে ময়লা আবর্জনা মুক্ত হয়েছে এবং শিক্ষার্থীরা স্মার্ট হয়ে উঠছে।’’  


মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম দুলু বলেন, ‘‘ইউএনও স্যারের হাসিমুখে মানুষের সমস্যার কথা শুনে এবং আইনগতভাবে সমাধান দেওয়ার কারণে তাঁর সুখ্যাতি দ্রুত ছড়িয়ে পড়েছে।’’  


ইউএনও কামাল হোসেন বলেন, ‘‘প্রশাসনের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, ‘কোথাও কোন ময়লা নেই, এমন একটি আঙিনা চাই’— এই আঙিনা আমাদের সবার যৌথ উদ্যোগে গড়ে তুলতে হবে। সরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি বাড়ির আঙিনাও পরিচ্ছন্ন রাখতে হবে।’’  


তিনি আরও বলেন, ‘‘পরিষ্কার-পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, মানসিক উন্নতিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা যে সমাজ গড়ে তুলতে চাই, তাতে পরিচ্ছন্নতা অপরিহার্য।’’  


এভাবে ইউএনও কামাল হোসেনের নেতৃত্বে আত্রাই উপজেলা আজ একটি পরিচ্ছন্ন এবং সমৃদ্ধ সমাজ গঠনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, যা অন্যান্য অঞ্চলের জন্যও একটি অনুপ্রেরণার উৎস হতে পারে।