শীতকালীন রেকর্ড বৃষ্টির আশঙ্কা, শৈত্যপ্রবাহের মধ্যেও ভারি বর্ষণ হতে পারে

নিজস্ব প্রতিবেদক
আবহাওয়া ডেস্ক
প্রকাশিত: সোমবার ১৬ই ডিসেম্বর ২০২৪ ০৩:৪৯ অপরাহ্ন
শীতকালীন রেকর্ড বৃষ্টির আশঙ্কা, শৈত্যপ্রবাহের মধ্যেও ভারি বর্ষণ হতে পারে

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ মৃদু শৈত্যপ্রবাহের মধ্যেও আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড পরিমাণ শীতকালীন বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে সতর্কতা জানিয়েছেন।  


পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, "আগামী ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের উপর রেকর্ড ব্রেকিং পরিমাণে শীতকালীন বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ২০২২ সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি যে রকম রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, ঠিক তেমন বৃষ্টির আশঙ্কা করছি।" তিনি আরো উল্লেখ করেন, ওই সময়ে ভারতের পশ্চিমে একটি শক্তিশালী লঘুচাপ এবং বঙ্গোপসাগরের উপর একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে ভারি বৃষ্টির ঝুঁকি বাড়বে।  


পলাশ জানান, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সময়ে ভারত ও বাংলাদেশের উপর দিয়ে শক্তিশালী পশ্চিমা লঘুচাপ অতিক্রম করবে, যা বৃষ্টির পরিমাণকে বাড়িয়ে তুলবে।  


এ ব্যাপারে তিনি ৯০ শতাংশ নিশ্চিততা প্রকাশ করে বলেন, "খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর ওপর।" তিনি আরো জানান, রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  


কৃষকদের জন্য বিশেষ পরামর্শ দিয়ে মোস্তফা কামাল পলাশ বলেন, "খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের আলুচাষিদের ভারি বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে যে, ২২ ডিসেম্বর পর্যন্ত আলুর জমিতে কৃত্রিম সেচ না দেওয়া উচিত।" তিনি দক্ষিণাঞ্চলের কৃষকদের অতিরিক্ত পানি নিষ্কাশনের প্রস্তুতি নিতে বলেন।  


এছাড়া, সাধারণ জনগণ এবং কৃষকদের জন্য এ ধরনের আবহাওয়ার পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সতর্ক করা হয়েছে।