দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০২৪ ১২:২৪ অপরাহ্ন
দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

দেবীদ্বারে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ৯ ডিসেম্বর সকালে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা’ শ্লোগানে দিবসটি উদযাপিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।


এদিন সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে এবং মানববন্ধনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। মানববন্ধন ও আলোচনা সভায় অংশ নেন উপজেলা কর্মকর্তা-কর্মচারী, এনজিও কর্মী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।


আলোচনা সভায় ইউএনও নিগার সুলতানা বলেন, "দুর্নীতি প্রতিরোধে সকলের আগে নিজেকে বদলাতে হবে। রাজনৈতিক সদিচ্ছা এবং আমলাদের সৎ থাকতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল রাখতে দুর্নীতি প্রতিরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সমাজে শুদ্ধতার সংস্কৃতি গড়ে তুলতে তরুণ প্রজন্মের ভূমিকা অগ্রগণ্য। 


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মো. নুরুজ্জামান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, এবং শিক্ষার্থী নওসিন নোভা প্রমুখ। 


বক্তারা বলেন, "দেশে দুর্নীতির বিরুদ্ধে আইন থাকলেও তার সঠিক প্রয়োগের অভাব রয়েছে। দুর্নীতি বিরোধী কার্যক্রমে সরকারের পাশাপাশি জনগণের আরও বেশি উদ্যোগ এবং সততা প্রয়োজন। দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলেও এর কার্যকরী প্রয়োগ প্রয়োজন।" 


অংশগ্রহণকারীরা মনে করেন, দুর্নীতি প্রতিরোধে দেশের তরুণ সমাজকে মানবিক এবং সৎ মানসিকতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। তরুণদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে ভবিষ্যতের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে।


অবশেষে, উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা দিবসটির গুরুত্ব তুলে ধরে সকলকে দুর্নীতির বিরুদ্ধে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।