সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ৯ই ডিসেম্বর ২০২৪ ০৬:৪৯ অপরাহ্ন
সরাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

উন্নয়ন, শান্তিও নিরাপত্তার লক্ষ্যে,দুর্নীতির বিরুদ্ধে  আমরা ঐক্যবদ্ধ  এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।


 সোমবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা।র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে  এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 


সরাইল দুর্নীতি দমন কমিটির সভাপতি মো. আয়ুইব খানের সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান, সরাইল উপজেলা  বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মনছুর হোসেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( আর এম ও) ডা. মো. কামরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ, উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনেয়ার হোসেন, উপজেলা জামায়াত সাবেক আমির মাও. কুতুব উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,সরাইল রিপোটার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। উপজেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.নুরল আমিন মাস্টার,ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ইফরান খান, শাহবাজপুর বহুমুখী  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল থানাএসআই মো. জাহিদ, সরাইল সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো.জাকারিয়া প্রমুখ। 


এছাড়াও একই দিনে একই স্থানে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সবাইল মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।