কক্সবাজারের টেকনাফে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় টেকনাফ উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শেখ এহসান উদ্দীন। টেকনাফের উন্নয়ন ও সমস্যা নিয়ে ব্যাপক আলোচনা হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, মাদক সমস্যা, অপহরণ এবং রোহিঙ্গা সংকটের প্রভাব নিয়ে কথা বলেন। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা শরণার্থীদের কারণে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সংকট এবং সস্তায় রোহিঙ্গা শ্রমিকদের নিয়োগের ফলে স্থানীয় শ্রমিকদের বেকার হয়ে পড়ার বিষয়টি। এছাড়া নাফ নদীতে মাদক চোরাচালানের অভিযোগে মাছ ধরা নিষিদ্ধ করায় জেলেরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়।
সভায় উপস্থিত বক্তারা টেকনাফের সমস্যাগুলো সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ইউএনও’র প্রতি আহ্বান জানান। বক্তারা আরও জানান, টেকনাফে স্থল বন্দরসহ বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের শ্রমশক্তি ব্যবহারের কারণে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কৃষি অফিসার মোঃ জাকেরুল ইসলাম, হেলথ কমপ্লেক্স অফিসার ডাঃ প্রণয় রুদ্র, টেকনাফ মডেল থানার ওসি মোঃ গিয়াস উদ্দিন। এছাড়া, জেলা জামায়াত আমীর ও হোয়াক্যং ইউপি চেয়ারম্যান মাওলানা নুর আহমদ আনোয়ারী, বিএনপির জেলা অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ, ছাত্র প্রতিনিধি মুরশেদ আলী এবং সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।
সমাপনী বক্তব্যে ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, “টেকনাফের সমস্যাগুলো সমাধান করা একার পক্ষে সম্ভব নয়। তবে সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে টেকনাফকে একটি সুন্দর পরিবেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।