কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দোয়াইর বিলের নির্জন মাঠ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন মনির হোসেন (৩০) এবং মোহন মিয়া (২৮)। তারা ডিস ক্যাবল লাইনের কর্মচারী হিসেবে কাজ করতেন।
নিহত মনির হোসেনের স্ত্রী রেশমা জানান, তার স্বামী শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সন্ধ্যায় বাজার থেকে কেনাকাটা করে অন্যের মাধ্যমে বাড়ি পাঠালেও নিজে ফেরেননি। তার দুই সন্তান রয়েছে। স্বামীকে হারিয়ে শোকাচ্ছন্ন রেশমা বারবার মূর্ছা যাচ্ছেন।
স্থানীয় আবু কাউছার নামের একজন ব্যক্তি ভোরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিলের পাশে খালের পাড়ে দুটি মরদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হলে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন এবং দেবীদ্বার থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতদের কর্মস্থল জাফরগঞ্জ বাজারের ডিস ব্যবসায়ী বদিউল আলম জানান, শনিবার রাত ৮টায় মনির হোসেন মোহনকে ডেকে নিয়ে যান। মোহনের পিতা রুহুল আমিন জানান, শনিবার রাত ১১টায় মোহনের সঙ্গে তার শেষবারের মতো কথা হয়।
স্থানীয়রা জানান, জাফরগঞ্জ এলাকা মাদক বিক্রি ও সেবনের একটি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে পরিচিত। ঘটনাস্থলে ইঞ্জেকশনের সিরিঞ্জ, পানীয় বোতলসহ মাদক সেবনের আলামত পাওয়া গেছে। সন্দেহ করা হচ্ছে, নিহতরা মাদক সেবনের জন্য নির্জন ওই স্থানে গিয়েছিলেন। সেখানে আরও কেউ ছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, দুই যুবকের মৃত্যু রহস্যজনক। মাদক সেবন থেকে মৃত্যু হয়েছে নাকি এটি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্ত ও তদন্ত শেষেই বলা যাবে। তবে প্রাথমিক ছোরতহাল রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ গভীর তদন্ত চালাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ এবং ঘটনাস্থল থেকে প্রাপ্ত আলামতগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।