উল্লাপাড়ার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
উল্লাপাড়ার বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী আয়োজনে পালিত হলো ঈদে মিলাদুন্নবী (সাঃ)। এই দিনটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন। সারাদেশের মতোই উল্লাপাড়ার মসজিদগুলোতে মিলাদ মাহফিল, আলোচনা সভা, ও দোয়ার আয়োজন করা হয়।
বিনায়েকপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে রাসুল (সাঃ)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার পাশাপাশি ক্বিরাত, হামদ্, না'য়াত, কবিতা আবৃত্তি, বিতর্ক, রচনা এবং ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাফর ইকবাল, এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আহসান হাবিব। দিনশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনিরুজ্জামান নোমানী, যেখানে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।