হিলিতে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, হাকিমপুর উপজেলা প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৮ই জুলাই ২০২৪ ০৩:১৪ অপরাহ্ন
হিলিতে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাম্প্রতি সময়ে সারাদেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী চক্রের নৈরাজ্য ও ছাত্র হত্যার চক্রান্ত ও জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের কুটুক্তি ও অশ্রাব্য ভাষায় গালাগালির বিরুদ্ধে মানববন্ধন ওপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ গ্রহণ করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যরা। 


বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলার সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, জয়নাল আবেদিন, আশরাফ আলী, আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সদস্য মুশফিকুর রহমান মুন্না, সাইদুর রহমান সাজুসহ আরও অনেকে। 


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা চলমান কোটাবিরোধী আন্দোলনের নামে সারাদেশে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কুটুক্তি করায় এর তীব্র প্রতিবাদ জানান। কোমলমতি শিক্ষার্থীরা না বুঝে যা করছেন সেটি ভালো করছেননা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে দেশের ক্ষতি করছে। সেই সাথে তাদেরকে এই সহিংস আন্দোলন থেকে সরে এসে আদালত যে রায় দিবে সেটি মুক্তিযোদ্ধারাও যেমনি মেনে নিবে তাদেরকেও মেনে নেওয়ার আহবান জানান।