হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবি বিএসএফ'র শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১১ই এপ্রিল ২০২৪ ০৮:১৯ অপরাহ্ন
হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবি বিএসএফ'র শুভেচ্ছা বিনিময়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুর এর হিলি সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ভারতের সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিএসএফ ও বিজিবি কে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। 


বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারে ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার জাজবির সিংয়ের হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির বাংলাহিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন। এসময় বিএসএফ’ও ৩ প্যাকেট মিষ্টি দিয়ে বিজিবিকে শুভেচ্ছা জানান।


হিলি আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার দেলোয়ার হোসেন জানান, সীমান্তের সৌহার্দ্য ভাতৃত্ব বোধ বজায় রাখতে বিজিবি বিএসএফ একে অপরকে মিষ্টি দিয়ে বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশা করি।