কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদের বঙ্গানুবাদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০২৪ ০৮:০৮ অপরাহ্ন
কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদের বঙ্গানুবাদ বিতরণ

পিরোজপুরের কাউখালীতে ৮ এপ্রিল সোমবার দুপুর বারোটায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে সম্প্রীতি মানুষের জন্য সমাজ এর উদ্যোগে পবিত্র কোরআন নাজিলের মাস পবিত্র রমজান উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের মাঝে কোরআন মাজীদ এর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম আহসান কবির, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্যোক্তা সংগঠনের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান। এ সময় বক্তব্য রাখেন, প্রভাষক মাওলানা শরিফ আব্দুল মান্নান, মাস্টার মিজানুর রহমান, মাস্টার মাইনুল হোসেন মনির মোল্লা, হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ।


অনুষ্ঠান শেষে ১৫০ সেট বাংলা বঙ্গ অনুবাদ কোরআন শরীফ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, কোরআন শরীফ ঘরে রাখার জিনিস না, আমরা দৈনিক কিছু না কিছু অংশ পাঠ করব তাহলে আমরা ইহকাল ও পরকালে ভালো থাকবো। 


উদ্যোক্তা মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমরা কোরআন শরীফের পাশাপাশি নারীর ধর্মীয় বিশ্বাস রক্ষায় হিজাব বিতরণ করে থাকি।