কালকিনিতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: সোমবার ৮ই এপ্রিল ২০২৪ ০৮:০৪ অপরাহ্ন
কালকিনিতে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মাদক, জঙ্গিবাদ প্রতিরোধ এবং উপজেলার আইন শৃঙ্খলা পরিস্তিতি সমুন্নত রাখতে, ঈদ সামনে রেখে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলা  প্রশাসনের আয়োজনে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ( ৮ এপ্রিল) সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২২০ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য  মোসাঃ তাহমিনা বেগম। 


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, বিপিএম(বার), পিপিএম, মাদারীপুর পুলিশ সুপার মোঃ মাসুদ  আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন, কালকিনি পৌরমেয়র এসএম হানিফ, মাদারীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল হাসান,মোঃ আলাউল হাসান, কালকিনি উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ কায়েসুর রহমান, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন, পৌরসভা আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আরিফা আক্তার বিথী, কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল হাসান,সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান রহিম,পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নেয়ামুল হক আকন,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরদার,রমজানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান বিএম ইব্রাহিম মিল্টন, লক্ষিপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মৌসুমি আক্তার,কাউন্সিলর বৃন্দসহ ইউপি সদস্য ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বলেন, মাহে রমজান অনেক সময় এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশংকা থাকে তাই সে ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে।


আপনারা যারা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের সকলে সার্বিক সহযোগিতা, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ সহযোগিতা পাই তাহলে অবশ্যই মাদক নিয়ন্ত্রণ সম্ভব।