কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রিকশা ও ছাগল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে এসব দেওয়া হয়। এসময় দু'জন ভিক্ষুককে একটি করে রিকশা এবং ২৮ জন ভিক্ষুককে দু'টি করে ছাগল দেওয়া হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় যৌথভাবে এসব বিতরণের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস এতে সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শামছুজ্জামান, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।