জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হলেন হিলি'র আজমিরুল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২১শে মে ২০২৩ ০৮:০১ অপরাহ্ন
জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হলেন হিলি'র আজমিরুল

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষর্থীদের অংশ গ্রহণে বিভিন্ন ইভেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা দিনাজপুর জেলা পর্যায়ে অংশ গ্রহণ করেন। সেখানে বিচারক মন্ডলীরা (ঘ গ্রপে) ক্বেরাত প্রতিযোগিতায় দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র মোঃ আজমিরুল আহম্মেদকে শ্রেষ্ঠ বিজয়ী নির্বাচিত করেছেন। অন্যদিকে তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায়(ঘ গ্রুপে) শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন হাকিমপুর মহিলা কলেজের ছাত্রী নিলুফা ফারহানা মীম। 


জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীগণ পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন।


শনিবার (২০ মে) বিকেল সাড়ে পাঁচটায় জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীগণ বিভিন্ন প্রতিযোগির কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। 


ওই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল। 


তিনি বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উৎযাপন কমিটির জেলার বিচারক মন্ডলীগন বিভিন্ন ইভেন্টের মধ্যে থেকে হাকিমপুর হিলি উপজেলা থেকে ক্বেরাত প্রতিযোগিতায় মোঃ আজমিরুল আহম্মেদকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছেন। আর তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতায় নিলুফা ফারহানা মীমকে শ্রেষ্ঠ নির্বাচিত করেছেন। এই দুই জন শ্রেষ্ঠ বিজয়ী প্রতিযোগি পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণ করবেন বলে জানান তিনি।  


হাবিবপুর সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, মোঃ আজমিরুল আহম্মেদ আমার মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের ছাত্র। সে মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি জেনারেল বিভাগে পড়াশোনা করছে। সে ফাজিলে লেখাপড়ার পাশাপাশি জয়পুরহাট সরকারি কলেজে অনার্স এ অধ্যায়নরত আছে। আমরা তার ভবিষৎ জীবনের মঙ্গল কামনা করছি।