হিজলায় ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মার্চ ২০২৩ ০২:৫৬ অপরাহ্ন
হিজলায় ৫ম জাতীয় ভোটার দিবস উদযাপন

ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে- এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের হিজলা উপজেলায় উদযাপন করা হলো জাতীয় ভোটার দিবস ২০২৩।উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ২ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় ৫ম জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্র্যালি বের হয়। র্র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


এরপরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব নিয়ে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন।


অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ প্রণব দত্ত, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মোঃ খালিদ সাইফুল্লাহ জাবেদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, 


আফসার উদ্দিন ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান আহমেদ, কাউরিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি ডাঃ অশোক কুমার চ্যাটার্জী, হিজলা প্রেসক্লাব এর যুগ্ম আহবায়ক মোঃ নুর নবী, মামুন তালুকদার, সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল সাদ্দাম সহ নির্বাচন অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।