কুমিল্লা এবং দেশের বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সম্পৃক্ততার কারণে ঘর ছেড়ে যাওয়া চারজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (৫ অক্টোবর) রাতে ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, গত ২৩ আগস্ট কোচিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কুমিল্লার সাত কলেজ শিক্ষার্থী। এছাড়া অন্যান্য অঞ্চল থেকেও বেশ কয়েকজন ঘর ছেড়েছিল। এভাবে ঘরছাড়া চারজনসহ মোট সাতজনকে ঢাকার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।