ধামইরহাটে আরকো’র অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে অক্টোবর ২০২১ ০৬:৪৯ অপরাহ্ন
ধামইরহাটে আরকো’র অবহিতকরণ সভা

নওগাঁর ধামইরহাটে পল্লী সহযোগিতা বিষয়ক সংস্থার (আরকো)’র অবগিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ধামইরহাট উপজেলার ৩টি ইউনিয়নে সুইজারল্যান্ড দূতাবাস ও হেকস-ইপারের আর্থিক সহযোগিতায় রিভাইভ প্রকল্পের বাস্তবায়নে আদিবাসী, ক্ষু-নৃগোষ্ঠীদের জীবন উন্নয়নের লক্ষে এই অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার প্রজেক্টর কো-অর্ডিনেটর মো. মইনুল হক।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। সভায় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রজেক্ট অফিসার জাহিদ আলী,  মোছা. আনিকা বুশরা, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা মাহমুদুর রহমান আপেল, উপজেলা অফিসার জয়ন্তী রানী, উপজেলা পারগানা সেবাস্তিয়ান হেমরম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।


সংস্থাটি আগামী ২ বছর আড়াই হাজার অধিক  ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী সহ কোভিড-১৯ ক্ষতিগ্রস্থদের বিভিন্ন সেবা মুলক কার্যক্রম পরিচালনা করবেন বলে সংস্থার কো-অর্ডিনেটর মইনুল হক।