টাঙ্গাইল সদর থানার মেইন রোড এলাকার নিউ ললিতা মেডিকেল হলকে ৪০ হাজার টাকা ও শহীদ ইউনানী ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখায়। বৃহস্পতিবার(৯ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এবং ইফতেখারুল আলম রিজভী সহকারী পরিচালক ভোক্তা অধিকার,এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায় বেশী দামে এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রেয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই দুই ফার্মেসীকে ৫০ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।