সরাইলে কঠোর লকডাউনে ভুতুরে নীরবতা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৫ই এপ্রিল ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ন
সরাইলে কঠোর লকডাউনে ভুতুরে নীরবতা

অতি পরিচিত ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরাইল উপজেলা শহর গত দুইদিন থেকে অনেক অপরিচিত। পুরো শহরজুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনেও উপজেলাসহ জেলার সর্বত্র কঠোরভাবে ‘লকডাউন’ পালিত হচ্ছে।


সরকারের নির্দেশনা শতভাগ সফল করতে উপজেলা ও জেলার সর্বত্র প্রধান সড়ক ও রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার লকডাউনের দ্বিতীয় দিন ও বুধবার প্রথমদিনে ব্যস্ততম সরাইল- লাখাই আঞ্চলিক সড়ক  সিলেট- ঢাকা- মহাসড়কের কোথাও মানুষ নেই বললেই চলে। সবমিলিয়ে সরাইল যেন ভুতুরে পরিনত হয়েছে।


অতিপ্রয়োজন ছাড়া কেউ বাসার বাহিরে বের হলেই পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের জেরার মুখে পরতে হচ্ছে।এদিকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ ও  মাক্স  পরিয়ে দেন রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া তেমন কোন যানবাহন চলাচল করছে না।


সরেজমিনে দেখা গেছে, উচালিয়াপাড়া চৌরাস্তা, বিশ্বরোড় মোড়, কুট্রাপাড়াসহ গুরুত্বপূর্ণ সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে নিরাপত্তা চৌকি বসিয়েছেন। 



সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর নির্দেশ শতভাগ সফল করতে তারা মাঠপর্যায়ে কাজ করছেন। জরুরি প্রয়োজন ছাড়া গত দু’দিনে তেমন কেউ রাস্তায় বের হচ্ছেন না।


সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল তিনি বলেন, সরকারের কঠোর নির্দেশনা শতভাগ বাস্তবায়নে আইনশৃঙ্খলা পূলিশ বাহিনীর সহায়তায় তারা মাঠে কাজ করছেন।


লকডাউনের বাকি দিনগুলোও তারা সরকারের নির্দেশনা সফল করতে মাঠে থাকবেন। ব্যবসায়ীদের সাথে সরকারের নির্দেশনা নিয়ে আমাদের কথা হয়েছে। মসজিদের বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় সকল মসজিদের ঈমামদের সাথে কথা বলেছি। তারপরও কোথাও আইনের ব্যত্যয় ঘটলে  আইনগত ব্যবস্থা নেয়া হবে।



#ইনিউজ৭১/জিয়া/২০২১