সাময়িক বহিষ্কার মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ০৪:১০ অপরাহ্ন
সাময়িক বহিষ্কার মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান

সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশোভন আচরণ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অনাস্থার কারণে মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 


মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ সামছুল হক স্বাক্ষরিত চিঠিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়। তার স্থলে প্যানেল চেয়ারম্যান-১ সাময়িকভাবে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।


জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ করতেন। এ ধরণের অভিযোগ আনা হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠিতে।


এছাড়া উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান মিলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে আব্দুল হাই আকন্দকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভঅবে বহিষ্কার করা হয়েছে।


এ বিষয়ে আব্দুল হাই আকন্দ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারও সঙ্গে কখনো অশোভন আচরণ করা হয়নি। তাকে ষড়যন্ত্রভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে।



#ইনিউজ৭১/জিয়া/২০২১