তাহিরপুরে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ১০:১১ পূর্বাহ্ন
তাহিরপুরে বিনামূল্যে কৃষি উপকরন বিতরণ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহায়তায় চারটি ইউনিয়নে ভর্তুকি কর্মসূচির আওতায় ৩৫০ জন কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডি এ পি সার, ১০ কেজি এম ও পি সার বিতরন করা হয়।


মঙ্গলবার(১৪ই এপ্রিল)উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে উপজলো কৃষি অফিসার হাসান উদ দোলার সভাপতিত্বে বিতরণ কায্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণ সিন্ধু চৌধুরী বাবুল,


বিশেষ অতিথ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,প্রেসক্লাবে সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,প্রানী সম্পদ কর্মকর্তা উৎপল,উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন,উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাসার প্রমুখ।


#ইনিউজ৭১/জিহাদ/২০২১