নবিজি (সা.) কাকে প্রকৃত ধনী বলেছেন?

নিজস্ব প্রতিবেদক
ধর্ম ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩রা আগস্ট ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন
নবিজি (সা.) কাকে প্রকৃত ধনী বলেছেন?

ধন-সম্পদ মহান আল্লাহর দান। এ সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে তা কমে না বরং বাড়ে। প্রকৃত বড়লোক তো সেই ব্যক্তি, যে দান করে; দান করতে কার্পণ্য করে না। পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা দানশীলতার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন-


یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَنۡفِقُوۡا مِمَّا رَزَقۡنٰکُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّاۡتِیَ یَوۡمٌ لَّا بَیۡعٌ فِیۡهِ وَ لَا خُلَّۃٌ وَّ لَا شَفَاعَۃٌ ؕ وَ الۡکٰفِرُوۡنَ هُمُ الظّٰلِمُوۡنَ


‘হে মুমিনগণ! আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো সেদিন আসার আগে, যেদিন থাকবে না কোনো বেচা-কেনা, না কোনো বন্ধুত্ব ও সুপারিশ, আর কাফেররাই জালিম।’ (সুরাতুল বাকারা: আয়াত ২৫৪)


নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তরের ধনীকেই প্রকৃত ধনী বলেছেন। বেশি সম্পদের অধিকারীরা প্রকৃত ধনী নয়। হাদিসের বিশুদ্ধ বর্ণনায় এসেছে-


হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-


لَيْسَ الْغِنَى عَنْ كَثْرَةِ الْعَرَضِ وَلَكِنَّ الْغِنَى غِنَى النَّفْسِ


‘ধনের (সম্পদের) আধিক্য হলেই ধনী হয় না, (বরং) অন্তরের ধনীই প্রকৃত ধনী।’ (বুখারি ৬৪৪৬, মুসলিম ১০৫১, আহমাদ ৭৩২০)


আল্লাহ তাআলার প্রতি ঈমান ও তাওয়াক্কুলই মানুষকে প্রকৃতপক্ষে ধনী অন্তঃকরণ দান করে। যার ফলে সে গরিব হয়েও দান করতে ভয় করে না। অপরপক্ষে আল্লাহর প্রতি যার বিশ্বাস ও নির্ভরতা দৃঢ় নয়, সে অগাধ সম্পদের অধিকারী হয়েও, গরীব হয়ে যাওয়ার ভয়ে দান করা থেকে বিরত থাকে।


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার পথে দান করার মাধ্যমে প্রকৃত ধনীর পরিচয় দেওয়ার তাওফিক দান করুন। আমিন।