ওয়েজবোর্ডের আওতাধীনে নেওয়ার দাবি প্রবাসী সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৭ই জানুয়ারী ২০১৯ ০১:০২ অপরাহ্ন
ওয়েজবোর্ডের আওতাধীনে নেওয়ার দাবি প্রবাসী সাংবাদিকদের

গত ১৪ ই জানুয়ারি, ঢাকার এক ফোগ্রামে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, সাংবাদিকদের ওয়েজবোর্ড করবেন বলে জানিয়েছেন আগামী ২৮ শে জানুয়ারির মধ্যে। সেই জন্যে প্রবাসী সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতাধীনে নেওয়ার দাবি জানিয়েছেন, প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে সংবাদ টিভির চেয়ারম্যান ও মালদ্বীপ শাখার বিএমএসএফ"র সভাপতি জুয়েল খন্দকার। তিনি বলেন তথ্য প্রযুক্তিকে আরো এগিয়ে নিতে দেশী ও বিদেশী সাংবাদিকদের সব চাইতে বড় ভূমিকা বলে মনে করি তাই দেশের সাংবাদিকদের সাথে সাথে বিদেশী সাংবাদিকদেরকেও ওয়েজবোর্ডের আওতাধীনে নিতে হবে বলে তিনি দাবি করেন ও দেশী, বিদেশী সাংবাদিকদের সরকারি তালিকা ও বেতন ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।

তিনি আরো দাবি করেন যে বিদেশী সাংবাদিকদের জন্যে বাংলা দেশের তথ্য মন্ত্রণালয় থেকে প্রতেক বিদেশী সাংবাদিকদের জন্যে প্রতেক দেশে অনুমোদন দিতে হবে, বলে দেশ মাতা, জননেত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ দৃষ্টি আকর্ষণ করেন সংবাদ টিভির চেয়ারম্যান ও মালদ্বীপ শাখার বিএমএসএফ"র সভাপতি জুয়েল খন্দকার। তিনি আরো বলেন যে প্রবাসী সাংবাদিকেরা অনেক কষ্ট করেন পরিবার পরিজন সকলকে ছেড়ে বিদেশের মাটিতে পড়ে থাকেন শুধু মাত্র তথ্য সংগ্রহের জন্যে তাই বাংলাদেশ সরকার প্রবাসী সাংবাদিকদের একটি বেতন বার্তার ব্যবস্থা করার প্রয়োজন বলে মনে করেন তিনি।

ইনিউজ ৭১/এম.আর