জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জাতীয় ঐক্য ফ্রন্টের নামে ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, আ স ম আব্দুর রবরা গণতন্ত্রের মুখোশ পড়া রাজাকারের নব্য দালাল। আরেকবার রাজাকারদের সরকার যাতে না আসে সে ব্যবস্থা করতে হবে। শূন্য সহিষ্ণু নীতি বাস্তবায়ন করতে হবে।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের ওর্য়াকার্স পার্টি আয়োজিত এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা: ধর্মনিরপেক্ষতার সংকট ও সম্ভাবনা শীর্ষক এই গোল টেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
অনুষ্ঠানে তিনি আরো বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ক্ষমতাচ্যুত বিএনপি-জামায়াত চক্র ধ্বংস করা ছাড়া উপায় নেই। কারণ বিএনপি-খালেদা-তারেক, তেতুল হুজুরদের রাজনীতিকে ছাড়পত্র দেয়। জামায়াত, জঙ্গিবাদ ও তেতুল হুজুরদের কর্মকাণ্ডকে হালাল সনদ দেয়। বৈঠকে রাশেদ খান মেনন বলেন, ধর্ম নিরপেক্ষতার সংকট দূর করতে হবে। এজন্য রাষ্ট্রকে কিছু উদ্যোগ নিতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়তে জাতীয় ঐক্য দৃঢ করতে হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।