
প্রকাশ: ৯ মার্চ ২০১৯, ৩:৩১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও বিদেশে যেতে পারছেন না বিএনপির দুই নেতা। তারা হলেন আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৯ মার্চ) তাদের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী শাহীন জানান, স্যারের (গয়েশ্বর) শনিবার বিকাল সোয়া ৫টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’

ইনিউজ ৭১/এম.আর