বিমানবন্দরে আটকে গেলেন বিএনপির দুই নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৯ই মার্চ ২০১৯ ০৯:৩১ অপরাহ্ন
বিমানবন্দরে আটকে গেলেন বিএনপির দুই নেতা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও বিদেশে যেতে পারছেন না বিএনপির দুই নেতা। তারা হলেন আব্দুল আওয়াল মিন্টু ও গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার (৯ মার্চ) তাদের বিদেশযাত্রায় বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। গয়েশ্বরের ব্যক্তিগত সহকারী শাহীন জানান, স্যারের (গয়েশ্বর) শনিবার বিকাল সোয়া ৫টায় জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ব্যক্তিগত সফরে দুই দিনের জন্য ভারত যেতে চেয়েছিলাম। সরকারের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘এর আগে কোনও সময় আমাকে ক্লিয়ারেন্স দেয়নি, এ রকম হয়নি। শনিবার একই ফ্লাইটে আমার ও গয়েশ্বর চন্দ্রের ভারতে যাওয়ার কথা ছিল। গয়েশ্বর চন্দ্র কলকাতা আর আমার হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল। বিমানবন্দর যাওয়ার পর দুজনের একজনকেও ক্লিয়ারেন্স দেয়নি, ফ্লাইট চলে গেছে।’ তিনি বলেন, ‘আমি আবার রাত সাড়ে ১১টার সময় ফ্লাইট বুক করেছি। ব্যবসায়িক কাজে সেখানে যাবো আমি। হায়দ্রাবাদ থেকে একটি সেমিনারে যোগ দিতে আমার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।' এর আগে শাহজালালে কর্তব্যরত ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমিগ্রেশন বলেছিলেন, ‘তারা (মিন্টু ও গয়েশ্বর) বিমানবন্দরে রয়েছেন। সম্ভবত তাদের কাগজপত্র দেখা হচ্ছে। সম্ভবত তাদের যেতে দেওয়া হচ্ছে না।’

ইনিউজ ৭১/এম.আর