মেননের সংসদ সদস্য পদ বাতিল ও শাস্তির দাবি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই মার্চ ২০১৯ ০৯:৪৮ অপরাহ্ন
মেননের সংসদ সদস্য পদ বাতিল ও শাস্তির দাবি হেফাজতের

সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। মেননকে ছেড়ে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। শুক্রবার (৮ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জাতীয় সংসদে আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ নিয়েছেন— এমন দাবি তুলে তার প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত।

হেফাজত মহাসচিব আরও  বলেন, ‘যদি রাশেদ খান মেননের সংসদ সদস্য পদ বাতিল না করা হয়, তবে আলেমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।  আহমদিয়া মুসলিম জামাতকে কাফের বলতে হবে। রাশেদ খান মেনন আহমদিয়াদের কাফের মনে করেন নাই। তাদেরকে যারা কাফের মনে করবে না, তারাও কাফের। অবিলম্বে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা এ দেশে থাকুক সংখ্যালঘু হিসেবে, কাফের হিসেবে, আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আহমদিয়ারা কাফের হয়ে মুসলমানের পরিচয় দিচ্ছে, ইসলামিক পরিভাষা ব্যবহার করছে। তারা ইসলামিক পরিভাষা ব্যবহার করতে পারে না। তাদের মসজিদকে, মসজিদ বলা যাবে না, মন্দির বলতে হবে।’ তিনি বলেন, ‘রাশেদ খান মেনন মারা গেলে তার জানাজা পড়া যাবে না। মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বলে, কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে, তাদের জিহবা এদেশের জনগণ কেটে ফেলবে। রাশেদ খান মেননের মতো আরও  যত নাস্তিকেরা আহমদিয়াদের পক্ষ অবলম্বন করেছে, শাহরিয়ার কবিরসহ, কাউকে ছাড়া হবে না। বাংলাদেশে সংখ্যালঘু হিসেবে হিন্দুরা থাকতে পারবে, বৌদ্ধরা থাকতে পারবে। কিন্তু নাস্তিক মুরতাদদে এদেশে থাকতে দেবো না। আহমদিয়াদের যতবার কাফের বলবেন, তত সওয়াব হবে।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব