আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, তারা ওবায়দুল কাদেরের অসুস্থতায় উদ্বিগ্ন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে ওবায়দুল কাদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
তার দ্রুত সুস্থতার কামনা করছি এবং আশা করছি, তিনি আবার সুস্থ হয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ফিরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, রোববার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।