গৃহপালিত বিরোধী দল নয়; সরকারের অনিয়ম-দুর্নীতি এবং জনগণের দাবি সংসদে তুলে ধরে প্রকৃত বিরোধীদল হিসেবে কাজ করবে জাতীয় পার্টি। এ কথা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। রোববার দুপুরে দলের বনানী কার্যালয়ে ‘রক্তাক্ত রাখাইন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মহাজোটের অংশ হয়েও সংসদে বিরোধীদল হওয়ার ব্যাখ্যা দেন জি এম কাদের।
তিনি বলেন, বিএনপি, ঐক্যফ্রন্ট না আসায় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার কেউ নেই। এমন অবস্থায় গণতন্ত্র বাধাগ্রস্ত হতো। তাই বিরোধী দলের ভূমিকায় থাকবে জাপা। এসময় জি এম কাদের বলেন, সব সরকারের আমলেই নির্বাচনে কারচুপি হয়। দেশ ও জনগণের স্বার্থে সব ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।