ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যান্ড সংগীত শিল্পী শাফিন আহমেদ। বুধবার (৩০ জানুয়ারি) জাপার চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানান। এর আগে ২০১৫ সালে শাফিন আহমেদ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম থেকে ডিএনসিসি’র মেয়র প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন।
তিনি এনডিএম-এর সর্বোচ্চ পরিষদের সদস্য ছিলেন। শাফিন আহমেদ গেলো বছর এনডিএম ত্যাগ করেন। দেলোয়ার জালালী জানান, বুধবার পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা শাফিন আহমেদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। তিনি জানান, এরইমধ্যে জাতীয় পার্টি থেকে শাফিন আহমেদের চূড়ান্ত মনোনয়ন পত্র এবং প্রতীক বরাদ্দের চিঠি নির্বাচন কমিশন বরাবরে পাঠানো হয়েছে। উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শাফিন আহমেদ লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।