পুলিশ আর প্রশাসনের মাধ্যমে যারা নির্বাচিত হোন, তাদের সম্মান থাকে না। এখন থেকে পুলিশও তাদেরকে সালাম দেবে না। উল্টো পুলিশকেই তাদের সালাম দিতে হবে বলে মন্তব্য করেছেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর। শনিবার চ্যানেল আই’র তৃতীয় মাত্রায় তিনি এসব কথা বলেন।
নুরুল কবীর বলেন, এ নির্বাচনের সবচেয়ে বড় কুফল হচ্ছে, অনির্বাচিত কেয়ারটেকার সরকার পদ্ধতিকে চূড়ান্তভাবে ন্যায্যতা দেয়া হয়েছে। আওয়ামী লীগ বুকে হাত দিয়ে আর বলতে পারবেন, বাংলাদেশে কেয়ারটেকার ব্যবস্থা ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব? আমার মনে হয় না, বলতে পারবেন। হয়তো জোর করে পারবেন, তাও ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত অন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিতে বলিয়ান না হয়ে ওঠে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।