উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৩শে জানুয়ারী ২০১৯ ১২:২৫ অপরাহ্ন
উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে এবং কিশোরগঞ্জ-১ আসনে উপনির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। একই সঙ্গে তিনটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরমও বিতরণ করা হচ্ছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতি ও শুক্রবারও একই সময়ে মনোনয়ন ফরম বিতরণ করা হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহীদের ২৫ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়ন জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের একটি প্যানেল তৈরির জন্য ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে তিন জনের একটি প্যানেল সুপারিশ করবে। প্যানেলটি মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি উল্লেখ করে কমপক্ষে তিনজনের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২৫ জানুয়ারি মধ্যে জমা দিতে হবে। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনেও উল্লিখিত নিয়মাবলি প্রযোজ্য।

ইনিউজ ৭১/এম.আর