
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল মঙ্গলবার সকালেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। তিনি জানান, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের বিশেষায়িত এই এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ২০ মিনিটে ঢাকায় নামার অনুমতি পেয়েছে। প্রয়োজন হলে একই দিন রাত ৯টার পর এটি লন্ডনের উদ্দেশে উড়াল দিতেও পারবে।
