“তথ্যই শক্তি” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে তথ্য মেলা ২০২৪। ২৭ নভেম্বর (বুধবার) সকালে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই মেলায় ছিল র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীসহ নানা আকর্ষণীয় কর্মসূচি।
খাগড়াছড়ি শহরের টাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। তিনি বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এরপর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র্যালী টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালীতে অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
টাউন হল মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সহকারী সিভিল সার্জন ডা. রতন খীসা, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নাজমুন আরা সুলতানা, সাংবাদিক মো. জহুরুল আলম এবং জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তথ্য অধিকার আইন ২০০৯, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, সরকারি সেবা, দুর্নীতি বিরোধী প্রচেষ্টা এবং যুবদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারের উদ্যোগ তুলে ধরেন।
বক্তারা তথ্য অধিকার আইন ও এর বাস্তব প্রয়োগের গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, জনগণের অধিকার নিশ্চিত করতে সরকারি তথ্য পাওয়ার অধিকার আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে, তারা যুব সমাজের জন্য বিভিন্ন সরকারি কর্মসূচি ও উদ্যোগের কথা উল্লেখ করে তাদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভার পর দুর্নীতিবিরোধী নাটক প্রদর্শিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। এর পর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। মেলায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কৃত হন।
এই আয়োজনের মাধ্যমে খাগড়াছড়ি জেলা প্রশাসন জনগণের মধ্যে তথ্য অধিকার আইন, সরকারি সেবা, এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।