বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: সোমবার ১৮ই নভেম্বর ২০২৪ ০১:৪৬ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় করার দাবি নিয়ে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ

রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। সোমবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে প্রায় দুই হাজার শিক্ষার্থী তিতুমীর কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন এবং তা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নেয়। 


এ ঘটনার ফলে মহাখালী এলাকা অচল হয়ে পড়ে এবং সড়ক ও রেলপথে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। 


তিতুমীর কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আন্দোলন করে আসছেন। তাদের দাবি, সরকারি তিতুমীর কলেজ একটি প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও এটি বিশ্ববিদ্যালয়ে পরিণত না হওয়া একটি অবহেলা। 


এদিকে, শিক্ষার্থীরা তিতুমীর বিশ্ববিদ্যালয় কমিশন গঠনের দাবি জানিয়ে গত কয়েক মাসে একাধিকবার সড়ক অবরোধসহ বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত তাদের দাবি মেনে নিতে হবে। 


অবরোধের কারণে মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মতে, এই অবরোধের কারণে তাদের দৈনন্দিন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। 


তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জানান, তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ অব্যাহত রাখবে। তবে পুলিশ ইতিমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।