প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বাতিল হল ডেভিস কাপের ফাইনালস। এর আগে ফেড কাপের ফাইনালসও বাতিল হয়। এপ্রিলে ফেড কাপের ফাইনালস হওয়ার কথা ছিল।
আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ার্ল্ড গ্রুপ-১ এবং ওয়ার্ল্ড গ্রুপ-২-এর প্রিলিমিনারি ম্যাচ হবে আগামী বছরের মার্চ অথবা সেপ্টেম্বরে। নভেম্বর মাসের ২২ তারিখ থেকে ফাইনালসের খেলাগুলো মাদ্রিদে আয়োজিত হবে।
আইটিএফ-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ফাইনালসে খেলার জন্য ইতিমধ্যেই ১৮টি দেশ যোগ্যতা অর্জন করেছে, ফাইনালস হবে ২০২১ সালে।